ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, নভেম্বর ১৬, ২০১৫
সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা ছবি: সংগৃহীত

ঢাকা: সুস্থ হয়ে উঠছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। গ্যাস্ট্রিক বাইপাসের অস্ত্রোপচারের পর আগের চেয়ে এখন তিনি ভালো আছেন বলে জানিয়েছেন ম্যারাডোনার চিকিৎসক কার্লোস ফেলিপে।



৫৫ বছর বয়সী ম্যারাডোনা সম্প্রতি পশ্চিম ভেনেজুয়েলার একটি হাসপাতালে গ্যাস্ট্রিক বাইপাসের অস্ত্রোপচার করান।

১৯৮৬’র আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ম্যারাডোনার সুস্থতা প্রসঙ্গে কার্লোস ফেলিপে জানান, ‘এখন তিনি বেশ সুস্থ রয়েছেন। তিনি ভালোভাবেই হাঁটতে পারছেন। তার মনের অবস্থাও ভালো রয়েছে। ’

তবে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে আরও ১২ দিন ভেনেজুয়েলায় থাকতে হবে ম্যারাডোনাকে- এমনটি জানান তার চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।