ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

প্যারিস হামলায় দুই বিশ্বসেরার সমবেদনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, নভেম্বর ১৫, ২০১৫
প্যারিস হামলায় দুই বিশ্বসেরার সমবেদনা ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিসে শুক্রবার রাতের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের তারকা এ দুই স্ট্রাইকার হামলায় ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।



বার্সা তারকা মেসি তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা এ রকম ঘটনার পুনরাবৃত্তি চাই না। মানুষের মাঝে ভালবাসা এবং শান্তি চাই। মানবজাতির মধ্যে এবং বিশ্বের মধ্যে শান্তি অর্জনে একসঙ্গে কাজ করতে হবে। ’

রিয়ালের পর্তুগিজ তারকা রোনালদো তার টুইটারে জানান, ‘আমি প্যারিস হামলার ভয়াবহতা চিন্তাই করতে পারছি না। যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। ’

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাতাক্লঁ থিয়েটার হলে ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় আন্তর্জাতিক প্রীতিম্যাচে স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং স্বাগতিক ফ্রান্সের মধ্যকার ম্যাচ চলছিল। এছাড়া সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। এতে সবশেষ ১২৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত ৩৬২ জনের মধ্যে ৯৯ জনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।