ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

'ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু করার পরিকল্পনা'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, নভেম্বর ১৪, ২০১৫
'ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু করার পরিকল্পনা' ড. বীরেন সিকদার

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামকে শীঘ্রই অান্তর্জাতিক ভেন্যু হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা হাতে নেওয়া হবে বলে  জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার। তিনি আজ শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।



প্রতিমন্ত্রী বলেন, রাজধানী ঢাকার অত্যন্ত কাছের জেলা ব্রাহ্মণবাড়িয়া। এজন্য এখানকার স্টেডিয়ামকে অান্তর্জাতিক ভেন্যু হিসেবে গড়ে তুলতে অচিরেই প্রকৌশলীদের পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা দল ১-০ গোলে জয়লাভ করে।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির আহমেদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।

প্রসঙ্গত, এর আগে গত ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময় : ১৮২০ ঘন্টা, ১৪ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।