ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

৫০ বছরেও খেলতে চান বুড়ো মিউরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, নভেম্বর ১১, ২০১৫
৫০ বছরেও খেলতে চান বুড়ো মিউরা ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বের সবচেয়ে বয়স্ক ফুটবলার তিনি। বার্ধক্য শরীরে জেকে বসলেও এখন মাঠে খেলা উপভোগ করেন জাপানের সাবেক স্ট্রাইকার কাজুইউশি মিউরা।

এখন পর্যন্ত অবসরের ভাবনা না থাকা এ ফুটবলার ৫০ বছর বয়সেও খেলা চালিয়ে যেতে চান।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ৪৯তম জন্মদিন পালন করবেন মিউরা। আর বর্তমানে খেলা ইউকোহামা এফসি’র হয়ে নতুন করে আরও এক বছরের চুক্তি সারলেন এ তারকা।

মিউরা বলেন, ‘আমি ধন্যবাদ জানাই আমার ক্লাবের সকল কর্মকর্তা ও ভক্তদের যারা সবসময় আমাকে সমর্থন করে আসছেন। আমার সাধ্য অনুযায়ী দলকে ভবিষ্যতে আরও ভালো খেলা উপহার দিতে চাই। ’

২৯ বছর আগে ১৯৮৬ সালে পেশাদারী ফুটবলে অভিষেক হয় মিউরার। আর জাপানের দ্বিতীয় বিভাগে খেলা ইউকোহামার সঙ্গে ২০০৫ সালে জোট বাঁধেন তিনি। ‍এছাড়া ইতালিয়ান ক্লাব গেনোয়া ও ব্রাজিল ক্লাব সান্তোসের হয়েও খেলেছিলেন মিউরা। তবে ক্যারিয়ারের বেশি সময়ই তিনি ছিলেন জাপানের কোন না কোন ক্লাবে।

জাপান জাতীয় দলের হয়ে ১০ বছরের ক্যারিয়ারে মিউরা ৮৯টি ম্যাচ খেলেছেন। যেখানে ৫৫টি গোলও রয়েছে এ স্ট্রাইকারের।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।