ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

আরও ঝুঁকিতে পড়বেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, নভেম্বর ১১, ২০১৫
আরও ঝুঁকিতে পড়বেন মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার হয়ে ফিরতে পারেন ইনজুরিতে থাকা দলের সেরা তারকা লিওনেল মেসি। তবে চারবারের ব্যালন ডি’অর জয়ীকে সতর্ক করে আর্জেন্টিনার টিম ডক্টর জানালেন, এ ম্যাচে খেললে ভবিষ্যতে বড় ধরনের ইনজুরির শিকার হতে পারেন মেসি।



চেলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন আর্জেন্টাইন এ অধিনায়ক। লা লিগায় বার্সার হয়ে লাস পালমাসের বিপক্ষে খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে পড়েন তিনি।

এদিকে বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তেমেউ জানিয়েছিলেন, ২১ নভেম্বর সান্থিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়ালের বিপক্ষে পাওয়া যাবে মেসিকে। কিন্তু আলবেসেলিস্তা ডক্টর হোমেরো ডি আগোস্টিনো বিশ্বাস করেন যদি মেসি বার্নাব্যুর ম্যাচে খেলে তবে লম্বা সময়ের জন্য ইনজুরি ঝুঁকি হতে পারে।

আগোস্টিনো বলেন, ‘এল ক্ল্যাসিকোতে খেলাটা মেসির জন্য ঝুঁকি হতে পারে। আমি মনেকরি এমন অবস্থায় তার খেলাটা উচিৎ হবে না। আসলে কোন কোচই (লুইস এনরিক বার্সা কোচ) নতুনদের ওপর ভরসা করতে পারে না। ’

এদিকে ইনজুরির কারণে জাতীয় দলের জার্সি গায়ে নামতে পারছেন না ২৮ বছর বসয়ী মেসি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ১৩ ও ১৭ নভেম্বর ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টানা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।