ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

খেলা

লিভারপুলের প্রথম হার দেখলেন ক্লপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, নভেম্বর ৯, ২০১৫
লিভারপুলের প্রথম হার দেখলেন ক্লপ ছবি: সংগৃহীত

ঢাকা: স্কট ড্যানের শেষ মুহূর্তের গোলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ ব্যবধানে হারল লিভারপুল। এরই সঙ্গে অলরেডসদের কোচ হিসেবে আসার পর প্রথম পরাজয়ের মুখ দেখলেন ইয়র্গান ক্লপ।



ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে এদিন ক্রিস্টালকে আতিথিয়েতা জানায় লিভারপুল। প্রায় মাসখানেক আগে কোচ হিসেবে যোগ দেওয়া জার্মান কোচের অধীনে দারুণ পেশাদারিত্ব ফুটবল খেলছিল লিভারপুল। তবে এদিন শুরুতেই লিড নেয় সফরকারীরা।

খেলার ২১ মিনিটে ইয়ানিক বোলাসির গোলে এগিয়ে যায় ক্রিস্টাল। তবে প্রথমার্ধের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে লিভারপুলকে সমতায় ফেরান দুর্দান্ত ফর্মে থাকা ফিলিপ কোতিনহো।

বিরতির পর বল দখলের খেলায় দু’দলই দারুণ পারফর্ম করতে থাকে। তবে গোল আদায় করতে ব্যর্থ হন ফুটবলাররা। কিন্তু ম্যাচের ৮২ মিনিটে কর্ণার থেকে পাওয়া বলে হেডের মাধ্যমে গোল করে ক্রিস্টালকে লিড পাইয়ে দেন ড্যান। আর এ গোলটিতে হার মানতে হয় লিভারপুলকে।

এ হারের ফলে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১০ স্থানে অবস্থান করছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।