ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

খেলা

নিউজিল্যান্ডের ঘরে রাগবি বিশ্বকাপের শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, নভেম্বর ১, ২০১৫
নিউজিল্যান্ডের ঘরে রাগবি বিশ্বকাপের শিরোপা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড তৃতীয়বার রাগবি বিশ্বকাপের শিরোপা জিতল নিউজিল্যান্ড। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের অষ্টম এ আসরে প্রতিবেশি দেশকে ৩৪-১৭ পয়েন্টে হারায় অল ব্ল্যাকসরা।



এ জয়ের ফলে শিরোপা নিজেদের ঘরেই রেখে দিল নিউজিল্যান্ড। ২০১১ সালে ঘরের মাঠের বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।

টিউইকেনহামে ফাইনালের এ ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন, বৃটিশ যুবরাজ প্রিন্স হ্যারি, প্রিন্স ফিলিপ ও প্রিন্স উইলিয়ামস। এদিকে তাসমানিয়া অঞ্চলের দেশটির এমন জয়ে দলটিকে বলা হচ্ছে আধুনিক যুগের সেরা দল।

এরআগে ১৯৮৭ সালে প্রথম রাগবি বিশ্বকাপের শিরোপা উঠেছিল নিউজিল্যান্ডের হাতে। সেবারও তারা ফ্রান্সকে হারিয়ে ট্রফির স্বাদ নিয়েছিল। তবে এবারের আসরে রানারআপ হওয়া অস্ট্রেলিয়ার সামনেও তৃতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি ছিল। ১৯৯১ ও ১৯৯৯ সালে ক্যাঙ্গারুরা শিরোপা জিতেছিল।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।