ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

খেলা

পয়েন্ট খোয়ালো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৬, নভেম্বর ১, ২০১৫
পয়েন্ট খোয়ালো ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির জয়ের রাতে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোলবঞ্চিত থাকল লুইস ফন গালের শিষ্যরা। অপর ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ২-১ গোলের জয় পায় সিটিজেনরা।

লন্ডনের সেলহার্টস পার্কে পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য হাহাকার করে ম্যানইউ। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও পাঁচটি প্রচেষ্টায় গোলমুখে মাত্র একটি শট নেয় রুনি-মার্শালরা। অন্যদিকে, মিডফিল্ডার ইয়ানিক বোলাসির শটটি ডেভিড ডি গিয়ার হাত ছুঁয়ে ক্রসবারে না লাগলে খেলা শুরুর ১০ মিনিটে লিড নিতে পারত ক্রিস্টাল। এর দুই মিনিট পরই ইয়োহান কাবাইয়ের কর্ণার কিক থেকে স্কট ড্যানের হেডটি প্রতিহত করে আবারো দলকে রক্ষা করেন ডি গিয়া।

প্রথমার্ধে ওয়েইন রুনির একটি ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক ওয়েইন হেনেসেই। এটিই ছিল ম্যানইউর লিড নেওয়ার সেরা সুযোগ। এরপর গোল করার মতো নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি রেড ডেভিলসরা। ম্যাচ শেষে তাই গোলশূন্য ড্রতেই খেলার নিষ্পত্তি ঘটে।

পয়েন্ট টেবিলে এখনো শীর্ষ চারের মধ্যেই রয়েছে ম্যানইউ। ১১ ম্যাচ শেষে ছয় জয়, তিন ড্র ও দুই পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। অবশ্য, ওয়াটফোর্ডের বিপক্ষে ওয়েস্ট হাম (২০) জয় পেলে পাঁচে নামত রেড ডেভিলসরা। ওয়েস্ট ব্রমউইচকে ৩-২ গোলে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে লেইচেস্টার সিটি (২২)। সমান ২৫ পয়েন্টে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে ম্যানসিটি, আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।