ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

খেলা

এখনো শিরোপার স্বপ্ন দেখেন ফ্যাব্রিগাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, অক্টোবর ৩০, ২০১৫
এখনো শিরোপার স্বপ্ন দেখেন ফ্যাব্রিগাস

ঢাকা: নতুন মৌসুম আসতেই যেন ছন্দ হারায় চেলসি। অথচ গত মৌসুমে ইংলিশ লিগে ছিল ব্লুজদের জয়জয়কার।

আট পয়েন্টের ব্যবধানে দাপটের সঙ্গেই লিগ শিরোপা নিশ্চিত করে হোসে মরিনহোর শিষ্যরা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন।

১০ ম্যাচ শেষে মাত্র তিন জয়, দুই ড্র ও পাঁচ পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে চেলসি। সমান ২২ পয়েন্টে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি, আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

তবে এখনই হাল ছাড়ছেন না সেস ফ্যাব্রিগাস। বাজেভাবে মৌসুম শুরু হলেও শিরোপায় চোখ রাখছেন ব্লুজদের স্প্যানিশ মিডফিল্ডার, ‘আমি নিশ্চিত যে, আমরা এখনো লিগ জিততে পারি। বর্তমান পরিস্থিতিতে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বিকল্প নেই। ধারাবাহিকভাবে কয়েকটি ম্যাচ জিতলেই দৃশ্যপটটা বদলে যাবে। তাছাড়া, প্রিমিয়ার লিগে কোনো দলকেই খাটো করে দেখার উপায় নেই। যেকোনো দলই চমকে দিতে পারে। তাই শীর্ষে থাকা দলগুলোর নির্ভার থাকার সুযোগ নেই। ’

এদিকে, শনিবার (৩১ অক্টোবর) হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচে ফ্যাব্রিগাসের কথার প্রতিফলন ঘটবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।