ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

খেলা

কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, অক্টোবর ২৩, ২০১৫
কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়রা পায়রা উড়িয়ে উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমি।   
 
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ ক্রিকেট একাডেমির উদ্বোধন করা হয়।

 
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির চেয়ারম্যান ও রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, মেহেরাব হোসেন অপি, হাসিবুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান রানা, বাংলাদেশের ক্রিকেটের সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী ও কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির মহাসচিব লুৎফুল্লাহ হোসাইন পাভেল।
 
কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির চেয়ারম্যান রাসেল আহমেদ তুহিন সাংবাদিকদের বলেন, ক্রিকেট বাংলাদেশকে সম্মান এনে দিয়েছে। আমরা আশা করছি এ একাডেমিতে যারা ভর্তি হয়েছে এক সময় তারা জাতীয় ক্রিকেটেও খেলবে।  
 
মোহাম্মদ আশরাফুল বলেন, বাংলাদেশে জেলা পর্যায়ে প্রথম এ রকম ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। এ একাডেমি দেখে অন্য জেলাতেও ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠিত হবে।  
 
কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমিতে প্রতিদিন দুই শিফটে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম শিফট সকাল ৮টা ৩০মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একাডেমিতে প্রধান কোচ করা হয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপিকে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।