ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

সুবিধাবঞ্চিত কিশোরদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, অক্টোবর ১৭, ২০১৫
সুবিধাবঞ্চিত কিশোরদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সেলের পৃষ্ঠপোষকতায় সুবিধাবঞ্চিত, পথহারা ও অবহেলিত শিশু-কিশোরদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

দু’দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ১৯ অক্টোবর।

চার দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ অক্টোবর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী চারটি দল হল: ওয়ালটন, মার্সেল, নাইন স্টার ও পল্টন একাদশ।

লিগ পর্বে ওয়ালটন দলের প্রতিপক্ষ পল্টন একাদশ ও মার্সেলের প্রতিপক্ষ নাইন স্টার। প্রতিটি দলে খেলোয়াড় সংখ্যা ১২জন। তবে ম্যাচে খেলতে পারবেন ৬ জন। ৪ জন খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ থাকছে দলগুলোর। দুই অর্ধে ৬০ মিনিটের খেলা অনুষ্ঠিত হবে। ১০ মিনিটের বিরতিও পাবে দলগুলো। প্রতিটি ম্যাচ হবে পল্টন মাঠে। শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে তথ্যগুলো জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন (ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ), বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো: ইয়াহিয়া ও অংশগ্রহণকারী চারদলের অধিনায়ক।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ওয়ালটন গ্রুপ সব ধরনের ক্রীড়া প্রতিযোগীতায় থাকার চেষ্টা করে। আমরা এ টুর্নামেন্টের প্রস্তাব পাওয়ার পরই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হই। ভবিষ্যতে আরও বড় করে এই টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছে আছে। প্রতিটি বিভাগে ক্রীড়া অনুরাগীদের উদ্যোগে এরকম পথশিশু ও সুবিধাবঞ্চিতদের টুর্নামেন্ট আয়োজন করব। শুধু কিশোর না, কিশোরীদের নিয়েও আলাদা পরিকল্পনা করব। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এরকম টুর্নামেন্ট আয়োজন করা হলে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব। এছাড়া এতে শিশুদের মানসিক বিকাশ  এবং ক্রীড়াক্ষেত্রে আগ্রহী করানো যায়।

টুর্নামেন্টের প্রথম সমন্বয়কারী মো: ইয়াহিয়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মার্সেল ও ওয়ালটন গ্রুপকে টুর্নামেন্টে অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।