ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

খেলা

মাঠে গড়াচ্ছে না স্বাধীনতা কাপ ফুটবল

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, অক্টোবর ১৫, ২০১৫
মাঠে গড়াচ্ছে না স্বাধীনতা কাপ ফুটবল ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় ফুটবল দল চলতি মৌসুমে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেয়ায় ২০১৪-১৫ মৌসুমের স্বাধীনতা কাপ ও সুপারকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ ফুটবল  ফেডারেশন (বাফুফে)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে প্রফেশনাল ফুটবল লিগ কমিটির এক সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।



এছাড়াও সভায় একই মৌসুমের মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর লিগ টেবিল অনুমোদিত হয়। আর এই টেবিল অনুযায়ী ফরাশগঞ্জ এসসি’কে রেলিগেশন দল হিসেবে গণ্য করা হয়েছে। সভায় আরও জানানো হয়, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০১৪-১৫ এর 8টি ক্লাবের রেজিস্ট্রেশন উইন্ডো আজ (১৫ অক্টোবর) থেকে বন্ধ থাকবে এবং এই লিগের খেলা নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে।

সভায় উপস্থিত ছিলেন প্রফেশনাল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।