ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

দিবালাতে মুগ্ধ মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, অক্টোবর ১১, ২০১৫
দিবালাতে মুগ্ধ মেসি পাওলো দিবালা ও লিওনেল মেসি / ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলের হয়ে এখনো অভিষেকই হয়নি। তা সত্ত্বেও পাওলো দিবালাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা হিসেবেই ভাবা হচ্ছে।

  এবার খোদ লিওনেল মেসিই তার ভূয়সী প্রশংসা করেছেন। চারবারের বর্ষসেরার মতে, অদূর ভবিষ্যতে নিশ্চিতভাবেই বিশ্বসেরা খেলোয়াড়দের একজন হবেন দিবালা।

গত মাসেই আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো ডাক পান দিবালা। ইতালিয়ান লিগে ২০১৪-১৫ মৌসুমে পালের্মোর হয়ে অসাধারণ পারফরম্যান্সে নজর কাড়েন ২১ বছর বয়সী এ স্ট্রাইকার। চলতি মৌসুমেই উদীয়মান এ তারকাকে দলে ভেড়ায় জুভেন্টাস।

সম্প্রতি ঘরের মাঠে ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই হারের লজ্জায় ডোবে মেসিবিহীন আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে পুরোটা সময় সাইডবেঞ্চে থাকায় দিবালার আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের অপেক্ষাটাও আরেকটু দীর্ঘায়িত হলো।

তবে অধিনায়ক মেসির কথা শুনে আশ্বস্ত হতেই পারেন দিবালা, ‘একসময় দিবালাই হবে আর্জেন্টিনা দলের সেরা তারকা। সে একজন বিশ্বমানের খেলোয়াড়। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। পরবর্তী কয়েক বছরে তাকে নিয়ে মানুষ মাতামাতি করলেও বিন্দুমাত্র অবাক হবো না। আমি নিশ্চিত যে, সে অন্যতম সেরা খেলোয়াড়ের কাতারে পৌঁছাবে। ’

উল্লেখ্য, বুধবার (১৪ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।   আলবিসেলেস্তেদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে দিবালার অভিষেক হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।