ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

খেলা

হ্যাজার্ড-ডি ব্রুইনদের গোলে শীর্ষে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, অক্টোবর ১১, ২০১৫
হ্যাজার্ড-ডি ব্রুইনদের গোলে শীর্ষে বেলজিয়াম ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে আনডোরাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফ্রান্স টিকিট নিশ্চিত করলো বেলজিয়াম। আর এ জয়ের ফলে ওয়েলসকে পেছনে ফেলে গ্রুপ ‘বি’তে শীর্ষে উঠলো দলটি।



স্তেদিও নাছিওনালে দুর্বল আনডোরার বিপক্ষে খেলার ১৯ মিনিটেই লিড নেয় বেলজিয়াম। রাদজা নাইনগোলানের পাঁ থেকে প্রথম গোলটি আসে। তবে খেলার ৪২ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কেভিন ডি ব্রুইন গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর লিড বাড়াতে সময় নেয়নি বেলজিয়াম। ম্যাচের ৫৬ মিনিটে চেলসি মিডফিল্ডার এডেন হ্যাজার্ড লিড তিনে নিয়ে যান। আর আট মিনিট পরেই স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লরান্ট দিপোইর্তে।

এদিকে ম্যাচের ৫১ মিনিটে অবশ্য আনডোরার হয়ে একটি গোল পরিশোধ করেছিলেন এলডিফোনস লিমা। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মার্ক উইলমোস্টের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।