ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল

ফরিদপুর জেলা পর্যায়ের খেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, অক্টোবর ৮, ২০১৫
ফরিদপুর জেলা পর্যায়ের খেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফরিদপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রশিদ।



ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিবপদ দে এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম তুহিন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুর রহমান প্রমুখ।

ছেলে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও মেয়ে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলার পৃথক দু’টি করে মোট ১৮টি দল অংশ নিচ্ছে।

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চরভদ্রাসনের টিলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে।

আগামী ১৩ অক্টোবর জেলা পর্যায়ের খেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।