ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে ওয়ালটন ফার্স্ট ইন্টার শাহীন হকি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, অক্টোবর ৮, ২০১৫
শুরু হচ্ছে ওয়ালটন ফার্স্ট ইন্টার শাহীন হকি টুর্নামেন্ট

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বিএএফ শাহীন কলেজ ঢাকা এর ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ফার্স্ট ইন্টার শাহীন হকি টুর্নামেন্ট-২০১৫’।

এবারও এই টুর্নামেন্ট আয়োজনে এগিয়ে এসেছে ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।

পাঁচদিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।

আগামী শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিএএফ শাহীন কলেজ মাঠে এই প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার, ওএসপি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেবেন জনাব এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ফার্স্ট সিনিয়র অতিরিক্তি পরিচালক ওয়ালটন গ্রুপ।

এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করা দলগুলো হল- বিএএফ শাহীন কলেজ (ঢাকা), বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা (ঢাকা), বিএএফ শাহীন কলেজ (যশোর), বিএএফ শাহীন কলেজ (পাহাড় কাঞ্চনপুর টাংগাইল), বিএএফ শাহীন কলেজ (সমসের নগর সিলেট), বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল, বিএএফ শাহীন কলেজ (চট্রগ্রাম)।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।