ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

মাঠে গড়াচ্ছে মহিলা ভলিবল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, অক্টোবর ৮, ২০১৫
মাঠে গড়াচ্ছে মহিলা ভলিবল ছবি : কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ১০ অক্টোবর থেকে ঢাকা ভলিবল স্টেডিয়ামে গড়াচ্ছে ‘পপুলার লাইফ ইন্সুরেন্স আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০১৫। ’

১২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর বিকেল ৪টায়।



বাংলাদেশ পুলিশের আইজিপি একেএম শহীদুল হক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন।

প্রত্যন্ত অঞ্চলে ভলিবলকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানালেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এই লক্ষ্যে ফেডারেশন আপাতত ৩০ জেলায় টুর্নামেন্টের আয়োজন করবে, পরবর্তীতে ৬৪ জেলায় এর ব্যাপকতা ছড়িয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

১৪ অক্টোবর বিকেল ৪টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে টুর্নামেন্টর পর্দা নামবে।

বাংলাদেশ সময় ১৬৪৭ ঘন্টা, ০৮ অক্টোবর, ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।