ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

অবসরের ব্যাপারটি নিশ্চিত করলেন বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, অক্টোবর ৮, ২০১৫
অবসরের ব্যাপারটি নিশ্চিত করলেন বোল্ট ছবি : সংগৃহীত

ঢাকা: ২০১৬ রিও অলিম্পিকই হবে উসাইন বোল্টের ক্যারিয়ারের শেষ অলিম্পিক। আর ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর নিজের বুট জোড়া তুলে রাখার ব্যাপারটি নিশ্চিত করেছেন এ জ্যামাইকান স্প্রিন্টার।



২৯ বছর বয়সী এ তারকা গতিদানব এক ঘোষণার মাধ্যমে জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে তিনি রিও অলিম্পিকের প্রস্তুতি নিবেন।

এক টেলিভিশন শো’তে বোল্ট বলেন, ‘আগামী সপ্তাহের সোমবার থেকে আমি রিও অলিম্পিকের অনুশীলন শুরু করছি। আর এটাই হবে আমার ক্যারিয়ারের শেষ অলিম্পিক। ’

১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী বোল্ট আরো বলেন, ‘আমি আরো একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেব। তবে আমি জানি না ‍অবসরের পর আমি কী করবো। সমর্থকরা বলেন আমার অভিনয় করা উচিৎ, কিন্তু আমি মনে করি খেলাধুলার মধ্যেই আমাকে থাকতে হবে। ’

অলিম্পিকে ছয়টি স্বর্ণ জয়ী বোল্ট আরো যোগ করেন, ‘আমি ক্যারিয়ারে একজন ক্রিকেটার হতে চেয়েছিলাম। আমি ফাস্ট বোলার ছিলাম। তবে আমার সাবেক কোচ বলেছিলেন তোমার ট্র্যাকে যাওয়া উচিৎ এবং আমি তাই করেছি। ’

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।