ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

বগুড়ায় আইজিপি কাপ আন্তঃউপজেলা যুব কাবাডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, অক্টোবর ৬, ২০১৫
বগুড়ায় আইজিপি কাপ আন্তঃউপজেলা যুব কাবাডি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

বগুড়া: বগুড়ায় আইজিপি কাপ আন্তঃউপজেলা যুব কাবাডি প্রতিযোগিতা-২০১৫ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার (এসপি) ও জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।



এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্) আরিফুর রহমান মন্ডল, সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান, প্রতিযোগিতার ব্যবস্থাপনায় থাকা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুল আলম টুটুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, কোষাধ্যক্ষ এ্যাডোনিস বাবু তালুকদার, সদস্য জামিলুর রহমান জামিল, ফেরদৌস আজম সুমন, জেলা ক্রীড়া কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার (৭ অক্টোবর) বেলা ৩টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জেলার মোট ১২টি উপজেলা ৪টি গ্রুপে বিভক্ত হয়ে ৩টি করে দল এই খেলায় অংশগ্রহণ করবে। ১৫ অক্টোবর গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ১৭ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।  
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমবিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।