ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

খেলা

ইনজুরিতে অনিশ্চিত রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, সেপ্টেম্বর ১০, ২০১৫
ইনজুরিতে অনিশ্চিত রদ্রিগেজ ছবি : সংগৃহীত

ঢাকা: বুধবার (০৯ সেপ্টেম্বর) পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে ভোগেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। অন্যদিকে, লা লিগায় শনিবার এসপানিওলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

তাই গ্যালাকটিকোদের হয়ে রদ্রিগেজের মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।

পেরুর সঙ্গে ১-১ গোলে ড্র করে কলম্বিয়া। হাঁটুতে আঘাত পওয়ায় খেলার ৫৯ মিনিটে মাঠ ছাড়েন রদ্রিগেজ। দীর্ঘমেয়াদে মাঠের বাইরে চলে গেলেন কিনা এ নিয়েই তখন শঙ্কা জাগে। ম্যাচের পর তার হাঁটুতে এক্স-রে করা হয়।

তবে গুরুতর কিছু হয়নি বলে নিশ্চিত করেন কলম্বিয়ার টিম ডাক্তার কার্লোস উলোয়া। তার মতে, হাঁটুতে আঘাত পেলেও রদ্রিগেজের ইনজুরি অতটা মারাত্মক নয়। ফিটনেস সমস্যা খুব দ্রুত কেটে যাবে। ’

রিয়ালের হয়ে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করেন রদ্রিগেজ। শনিবারের ম্যাচটিতে (২৯ ‍আগস্ট) রিয়াল বেটিসকে ৫-০ গোলে বিধ্বস্ত করে রাফা বেনিতেজের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।