ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

খেলা

সেমিতে ফেদেরারের প্রতিপক্ষ ওয়ারিঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, সেপ্টেম্বর ১০, ২০১৫
সেমিতে ফেদেরারের প্রতিপক্ষ ওয়ারিঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল জিতে ক্যারিয়ারের ৩৮তম বারের মত গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে উঠলেন রজার ফেদেরার। বছরের শেষ এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে শেষ আটের খেলায় রিচার্ড গ্যাসকুয়েটকে হারান এ সুইস তারকা।



পুরুষ এককের দুই নম্বর বাছাই ফেদেরার এদিন ফ্ল্যাশিং মিডোসে ১২ নম্বর ফ্রেঞ্চ তারকা গ্যাসকুয়েটকে ৬-৩, ৬-৩ ও ৬-১ গেমে হারান। ইউএস ওপেনের এবারের আসরে এখন পর্যন্ত কোন সেটই হারেন নি রেকর্ড ১৭ বারের গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরার।

এদিকে শেষ চারের খেলায় ফেদেরারকে মুখোমুখি হতে হবে স্বদেশী স্তান ওয়ারিঙ্কার সঙ্গে। কোয়ার্টার ফাইনালে পাঁচ নম্বর তারকা ওয়ারিঙ্কা কেভিন ‍অ্যান্ডারসনকে ৬-৪, ৬-৪ ও ৬০ গেমে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।