ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

টানা দুই জয়ে সেমিফাইনালে চট্টগ্রাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, মে ২৩, ২০২৫
টানা দুই জয়ে সেমিফাইনালে চট্টগ্রাম প্লেয়ার অব দ্যা ম্যাচ বিবেচিত হন ইশা রহমান

ময়মনসিংহের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী অনূর্ধ্ব–১৮ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করলো চট্টগ্রাম বিভাগ।  

শুক্রবার (২৩ মে) সকালে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেহেরুন্নেসা জয়ার দল জয়লাভ করে ৫২ রানে।

আর টানা দুই ম্যাচ জেতায় ‘খ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হলো তাদের। গ্রুপের শেষ ম্যাচে রোববার (২৫ মে)  চট্টগ্রাম লড়বে ঢাকা বিভাগের।

শুক্রবার সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো চট্টগ্রামের ক্যাপ্টেন জয়া। দুই ওপেনার ভালই খেলছিলেন। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে রান আসে ২৮। কিন্তু পরের ওভারেই ৪র্থ বলে বোল্ড হয়ে যায় নুসরাত তন্নী (১৮)। এরপর ক্রিজে নেমে ৪ বলের ব্যবধানে বিবি আয়েশা শূন্যতে রানআউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে চট্টগ্রাম। দলীয় রান তখন তখন ২ উইকেটে ৩৪। কিন্তু সেখান থেকে ২৬ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে মজবুত অবস্থানে নিয়ে যায় লেকি চাকমা। অবশ্য দলীয় ১১১ রানে লেকি আউট হবার ঠিক পরের বলেই ওপেনার ইশা রহমান ৩৭ রান করে আউট হয়ে গেলে আবারও ছন্দ পতন হয় চট্টগ্রামের রান মেশিনে। অবশ্য শেষদিকে শারমিনের মূল্যবান ২৭ ও পূরবীর ৯ রানে ভর করে জয়ার দল ১৫১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। প্রতিপক্ষে মহিমা ২টি ও জান্নাত পায় ১টি উইকেট।

জবাবে ময়মনসিংহ বিভাগ পুরো ২০ ওভার খেললেও ৪ উইকেটে মাত্র ৯৯ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫৯ রান করে শিরিনা খাতুন। আর চট্টগ্রামের ক্যাপ্টেন জয়া ৪ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে নেয় মূল্যবান ২টি উইকেট। আর বাকি দু’টি উইকেট ঝুলিতে পুরে চিত্রিতা ও মিশু। খেলায় অবশ্য প্লেয়ার অব দ্যা ম্যাচ বিবেচিত হন অলরাউন্ডার ইশা রহমান।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।