ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

৪০০ মিটারে রুপা জিতলেন জহির

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
৪০০ মিটারে রুপা জিতলেন জহির

ইরানের তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে রৌপ্য পদক জয় করেছেন বাংলাদেশের জহির রায়হান। ফাইনালে ছয় নম্বর লেনে দৌড়েছেন জহির।

৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে দ্বিতীয় হয়েছেন তিনি। ৪৭.৯৫ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণ জিতেছেন ইরানের সাজেদ আঘাই।

হিটের চাইতেও ভালো টাইমিং করলেও স্বর্ণ জেতা হলো না বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়নের। ৪০০ মিটার দৌড়ে জহির তার হিটে প্রথম হয়েছিলেন ৪৮.৮৪ সেকেন্ড সময় নিয়ে। গত ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে প্রথম হওয়া জহির সময় নেন ৪৭.৭৬ সেকেন্ড।

দৌড়ের শুরুতে এগিয়ে ছিলেন জহির। তবে ২০০ মিটারের পরে এগিয়ে যান ইরানের সাজেদ। সেই ব্যবধান আর কমাতে পারেননি জহির।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।