ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

আবারও দ্রুততম মানব ইমরানুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, ফেব্রুয়ারি ৯, ২০২৪
আবারও দ্রুততম মানব ইমরানুর

টানা চতুর্থবারের মতো জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম হলেন ইমরানুর রহমান। ১০.৩৬ সেকেন্ড টাইমিং নিয়ে দ্রুততম নির্বাচিত হন তিনি।

এর আগে ২০২২ সালে ইংল্যান্ড থেকে এসে ২২ বছরের রেকর্ড ভেঙে ১০.৫০ সেকেন্ড টাইমিং নিয়ে দ্রুততম হন ইমরানুর।  

দ্রুততম হলেও টাইমিং নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন ইমরানুর। নিজের সেরায় ফিরতে আরও কিছু সময় লাগবে জানিয়ে তিনি বলেন, ‘এই মৌসুমে ১০০ মিটারে প্রথম দৌড় এটি আমার। সে হিসেবে টাইমিং নিয়ে আমি সন্তুষ্ট। আরও কিছুদিন সময় লাগবে আমার সেরায় ফিরতে। ’

প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া মোহাম্মদ ইসমাইল ১০.৬৭ সেকেন্ড টাইমিং নিয়েছেন। তৃতীয় হওয়া রাকিবুল হাসানের সময় লেগেছে ১০.৭২ সেকেন্ড।

মেয়েদের ইভেন্টে বরাবরের মতই সেরা শিরিন আক্তার। ১২.১১ সেকেন্ড সময় নিয়ে সুমাইয়া দেওয়ানকে পেছনে ফেলেছেন তিনি। দ্বিতীয় হওয়া সুমাইয়া সময় নিয়েছেন ১২.২৯ সেকেন্ড। ২০১৪ সাল থেকে টানা দ্রুততম মানবী হওয়া শিরিন এর মধ্যে একবারই শুধু শ্রেষ্ঠত্ব হারিয়েছেন সুমাইয়ার কাছে। এরপর আবার টানা দ্বিতীয়বার দ্রুততম মানবী হলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।