ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

আক্কেলপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, আগস্ট ৩০, ২০২৫
আক্কেলপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ আগস্ট) বসুন্ধরা শুভসংঘ আক্কেলপুর উপজেলা শাখা আয়োজিত এই খেলায় বিদ্যালয় প্রাঙ্গণ শিশুদের আনন্দমুখর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

চোখ বাঁধা অবস্থায় লাঠি হাতে নিয়ে খেলায় অংশগ্রহণকারীরা ঝুলন্ত মাটির হাড়ি ভাঙার চেষ্টা করেন, যা দেখে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে হাসি-আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান।

বসুন্ধরা শুভসংঘ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি মওদুদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাদমান হাফিজ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘হাড়িভাঙা আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। আধুনিক বিনোদনের যুগে এই ধরনের খেলাগুলো ধরে রাখতে হবে। ’

বসুন্ধরা শুভসংঘ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি মওদুদ আহমেদ বলেন, ‘শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক বন্ধন জোরদারে আমরা নিয়মিত এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক আয়োজন করে আসছি। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালিয়ে যাব। ’

সাধারণ সম্পাদক শাদমান হাফিজ শুভ বলেন, ‘গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এই উদ্যোগ। তরুণ প্রজন্মকে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোই আমাদের লক্ষ্য। ’

খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, পড়াশোনার পাশাপাশি এমন উৎসবমুখর আয়োজন তাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। তারা আরো চায়, নিয়মিত এমন খেলাধুলার আয়োজন হোক।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ। বিদ্যালয়ের সব শিক্ষার্থীও বিশেষ পুরস্কারে সম্মানিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় মানুষজন উৎসাহ নিয়ে খেলাটি উপভোগ করেন।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।