ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

পলাশবাড়িতে বাল্যবিয়ে ও মাদককে ‘না’ বলল বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, অক্টোবর ১৫, ২০২৫
পলাশবাড়িতে বাল্যবিয়ে ও মাদককে ‘না’ বলল বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়িতে বাল্যবিয়ে ও মাদককে ‘না’ বলল বসুন্ধরা শুভসংঘ

গাইবান্ধা: সমস্বরে বাল্যবিয়ে ও মাদককে ‘না’ বলেছেন বসুন্ধরা শুভসংঘের বন্ধু এবং উপস্থিত অতিথিরা।  

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বসুন্ধরা শুভসংঘ  পলাশবাড়ি উপজেলা শাখা বাল্যবিয়ে ও মাদকাসক্তি বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়।

এছাড়া এ উপলক্ষে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে মানববন্ধনও করা হয়।  

বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা ছাড়াও এতে অংশ নেন শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, এনজিও কর্মী ও নানা পেশার নারী-পুরুষ।

এর আগে স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার হল রুমে আলোচনা সভায় পলাশবাড়ি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি সুরুজ হক লিটন সভাপতিত্ব করেন।  

এসময় বক্তব্য দেন পলাশবাড়ি পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান মিল্টন, প্রবীণ  সাংবাদিক মো. নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান কেএম আনিছুর রহমান মানিক, শিক্ষক সাবিনা আকতার, বেসরকারি সংগঠন গণউন্নয়ন কেন্দ্রের এরিয়া ম্যানেজার রূপসা বেগম, জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব, উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার সুমনা, সাংবাদিক লাবনী আকতার, কালের কণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুনসহ অন্যরা।

প্রধান শিক্ষক মাহবুবুর রহমান মিল্টন বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রম মূলত পরিবার থেকে শুরু করতে হবে।  

অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মূলত মেয়ে শিশুরা বাল্যবিয়ের কবলে পড়ে। অনেক অভিভাবক নানা সামাজিক অর্থনৈতিক জটিলতার কারণে আপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে দিয়ে দায়িত্বমুক্ত হতে চান। এতে ব্যাহত হয় তার শিক্ষা জীবন, স্বপ্নের মৃত্যু হয়। ধীরে ধীরে দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন।  

তিনি বসুন্ধরা শুভসংঘের এমন আয়োজনের প্রশংসা করে বলেন, বিশেষ করে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ করে বসুন্ধরা শুভসংঘ এ কাজটি অব্যাহত রাখুক।

গণউন্নয়ন কেন্দ্রের এরিয়া ম্যানেজার রূপসা বেগম বলেন, দারিদ্র্যপীড়িত গাইবান্ধা জেলা বাল্যবিয়ে প্রবণ এলাকা। কিছু মানুষ অভিভাবকদের আইন ভেঙে বাল্যবিয়ে দিতে সহযোগিতা করেন। প্রশাসনের ব্যাপক চেষ্টার পরও অনেক  ক্ষেত্রেই বাল্যবিয়ে ঠেকানো যাচ্ছে না। সমাজের সব স্তরের মানুষ এগিয়ে এলেই কেবল এ অভিশাপ থেকে মুক্তি লাভ সম্ভব।  

তিনি নারী শিক্ষার প্রসারে সবাইকে কাজ করার আহ্বান জানান।

প্রবীণ সাংবাদিক নূরুল ইসলাম বলেন, সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়িসহ প্রায় সব এলাকাতেই মাদকের ভয়াবহ বিস্তারে কিশোর-তরুণরা মাদকাসক্ত হয়ে পড়ছে। প্রায় প্রতিদিন মহাসড়কে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নেশার সামগ্রী জব্দ করছে। তারপরও পাচার হচ্ছে মাদক।  

তিনি বলেন, বাবা-মা সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশে তাদের শিক্ষা সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় আগ্রহী করে তুলতে পারলে এ পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব।  

বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ি উপজেলা শাখার সাধারণ  সম্পাদক সুরাইয়া আক্তার সুমনা জানান, পলাশবাড়ি উপজেলা শাখা মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে নারী ফুটবল খেলার আয়োজন করবে। সেখান থেকে এ ব্যাপারে সচেতনতামূলক বার্তা দেওয়া হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ