মেহেরপুর: বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার উদ্যোগে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
‘যেখানে একটি গাছ রোপিত হয়, সেখানে জন্ম নেয় লাখো জীবনের সম্ভাবনা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জে.টি.এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ বনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাবুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার উপদেষ্টা মো. মাহবুবুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ জাহাঙ্গীর।
আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল বাসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সামিউল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ফাহাদ হোসেন শিহাব, অর্থ সম্পাদক ইয়াসমিন জাহান, কার্যকরী সদস্য ইয়াসিন হাবিব, জায়েদ কবির ও ওয়াহিদুজ্জামান স্বপ্নীল।
জে.টি.এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আকরামুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকের আন্তরিকতা ও সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল সফল ও প্রাণবন্ত। এসময় ২০টি ফলদ ও ১০টি বনজ গাছ রোপণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষরোপণের ধারাবাহিকতা বজায় রাখা এবং রোপণ করা গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে।
তারা বলেন, শিল্পায়ন, যানবাহন, বনভূমি উজাড়সহ নানা মানবসৃষ্ট কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে গড় তাপমাত্রা বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে প্রকৃতি ও মানবজীবনে। এ প্রেক্ষাপটে বৃক্ষরোপণ হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তন মোকাবিলার অন্যতম কার্যকর ও অপরিহার্য উপায়। সেই লক্ষ্যে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
এছাড়া নিজেদের দায়বদ্ধতা থেকে সমাজ ও রাষ্ট্রের জন্য উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেন তারা।
এসআই