গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত হলেন টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদুল আহসান জিহাদ (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, ছুটি নিয়ে জিহাদ গাজীপুরের টঙ্গীর বাড়িতে আসে। রোববার রাতে তার চতুর্থ সেমিস্টারের সেশন ফি দিতে বাসা থেকে বের হয়। এ সময় তার সঙ্গে দুই বন্ধু রহমান ও আরিফ ছিল। এক পর্যায়ে তারা সাহাজ উদ্দিন সরকার রোডে পৌঁছায়। এ সময় চার থেকে পাঁচজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। বিষয়টি বুঝতে পেরে রহমান ও আরিফ দৌড়ে পালিয়ে যায়। কিন্তু জিহাদকে ছিনতাইকারীরা ধরে ছুরিকাঘাত করে। এতে জিহাদ মাটিতে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। যেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এরশাদ নগর এলাকা থেকে জড়িত সন্দেহে চারজনকে আটক করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস/আরবি