ফরিদপুর: চাঁদাবাজি ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু কাটার বিরোধিতা করার কারণেই পরমানন্দপুরে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) -এর সাবেক সভাপতি এ কে আজাদ।
তিনি বলেছেন, সন্ত্রাস দিয়ে কখনও জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যায় না।
সোমবার (২০ অক্টোবর) সকালে ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কে আজাদ এসব কথা বলেন।
এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার পরমানন্দপুরে গণসংযোগকালে যুবদলের ব্যানারে এ কে আজাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিএনপির নেতাকর্মীদের এমন হামলাকে সুষ্ঠু নির্বাচনে বাধা হিসেবে উল্লেখ করে এ কে আজাদ বলেন, সন্ত্রাসীদের মোকাবিলা করেই ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এবারও জনগণকে সঙ্গে নিয়েই সন্ত্রাসীদের মোকাবিলা করব।
এসআরএস