মাগুরা: মাদক কেনাবেচার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা আঠারোখাদা মঠবাড়ী এলাকায় শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
আহত শহিদুল মঠবাড়ীর জাকির বিশ্বাসের ছেলে।
রোববার (১৯ অক্টোবর) সকালে ইমনের দোকানের সামনে তাকে কুপিয়ে আহত করা হয়।
মঠবাড়ীর বাসিন্দা জাকির হোসেন বলেন, গতকাল (শনিবার) রাতে মঠবাড়ীতে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়রা বিরোধ মীমাংসায় সালিশ বৈঠকে দুই পক্ষকে ডাকেন। তখন বৈঠকে সামাজিক মাতবর কাজী শরিফুল দুজনকেই সাবধান করেন এবং বেচাকেনা বন্ধ রাখার কথা বলেন।
মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার আসাদুল্লাহ বলেন, ধারাল অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এতে পা, হাতসহ বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, মঠবাড়ীর ইমনের দোকানে তাকে কুপিয়ে জখম করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএইচ