ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা আদায়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, অক্টোবর ১৩, ২০২৫
মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা আদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে বীজ ও সার ডিলারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালায়

মাগুরা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে বীজ ও সার ডিলারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে। এসময় অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে জেলা বীজ প্রত্যয়ন অফিস ও শ্রীপুর উপজেলা কৃষি অফিস সহযোগিতা করে।

অভিযান চলাকালে মেসার্স কামাল বীজ ভান্ডার নামের একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স ছাড়া বীজ বিক্রি, আমদানিকারকের ট্যাগবিহীন অননুমোদিত বীজ বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ বিক্রি ও ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স ইভা এন্টারপ্রাইজ নামের বিসিআইসি’র একটি সার ডিলার প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে অনিয়মের কারণে একই আইনের ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে অন্যান্য খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার ডাক্তার সুশান্ত কুমার তরফদার, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবির।  

তাদের সাথে মাগুরা জেলা পুলিশের একটি টিমও দায়িত্ব পালন করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।