ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বাগেরহাটে রিমান্ডের আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, সেপ্টেম্বর ২৬, ২০২৫
বাগেরহাটে রিমান্ডের আসামির মৃত্যু বাগেরহাটে রিমান্ডের আসামির মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজাফফর (২৬) নামে এক রিমান্ডের আসামির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।

 

সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।  

মৃত মোজাফফর বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকার আব্দুল ওহাবের ছেলে।

পুলিশ জানায়, গেল ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। পরে ওইদিনই তাদের চুরির মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশের আবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন মোজাফফর। বিষয়টি অন্য আসামিরা পুলিশকে জানান। এ অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মোজাফফরকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তবে দুপুর ১২টা পর্যন্ত মোজাফফরের কোনো স্বজনকে পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন, সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের নিয়ে আসা রোগীকে চিকিৎসা দেন। ইসিজি করে দেখা যায়, তার গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে। এ কারণে তাকে খুলনায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তিনি মারা যান।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, রিমান্ডের আসামি মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ