ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

পারাবতের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, সেপ্টেম্বর ২১, ২০২৫
পারাবতের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ পারাবতের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস লস্করপুর রেলগেট এলাকায় পৌঁছালে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।

ফলে ট্রেনটি সেখানেই আটকে যায়।

বানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌরপ্রসাদ দাস পলাশ জানান, পারাবত এক্সপ্রেস এক হাজারের বেশি যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে ইঞ্জিন বিকল হওয়ায় এটিসহ সিলেটগামী পাহাড়িকা ও চট্টগ্রামগামী পারাবত এক্সপ্রেসও পথে আটকা পড়েছে।

তিনি আরও বলেন, ইঞ্জিনে কী সমস্যা হয়েছে এবং মেরামতে কত সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না।
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।