ঢাকা, শনিবার, ৪ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কুমার নদে অস্ত্রের মহড়ার ঘটনায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৫, সেপ্টেম্বর ১৯, ২০২৫
কুমার নদে অস্ত্রের মহড়ার ঘটনায় আটক ১ দেশীয় অস্ত্রসহ আটক সাইমন

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে ট্রলার ও স্পিডবোটে চড়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় যৌথবাহিনীর অভিযানে সাইমন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে রামদা, ছুরি ও ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা থানায় আটক যুবককে হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাইমন একই উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে।

জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গার কুমার নদে কিশোর-যুবকরা ট্রলার ও স্পিডবোটে চড়ে প্রকাশ্যে রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সাইমনকে েআটক করে  যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি রামদা, একটি ছুরি ও ইয়াবা সেবনে ব্যবহৃত এক রোল ফয়েল পেপার জব্দ করা হয়। পরে সাইমনকে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, কুমার নদে অস্ত্রের মহড়া দেওয়া অন্য আসামিদের আটকে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে ভাঙ্গার কুমার নদে ট্রলার ও স্পিডবোটে সাউন্ড বক্সে গানের তালে তালে নানা অঙ্গ-ভঙ্গিতে মেতে ওঠে কিশোর ও যুবকরা। এছাড়া স্পিডবোডে চড়ে অস্ত্রের মহড়া দেন তারা। তাৎক্ষণিক পুলিশ তাদের আটকের চেষ্টা করলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান তারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

** কুমার নদে ট্রলার-স্পিডবোটে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।