বরিশাল নগরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের গড়িয়ারপাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
নিহতরা হলেন—ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক কবির হাওলাদার (৪০) ও যাত্রী মিনহাজ ভুইয়া (১৪)। কবির নগরীর পুরানপাড়া এলাকার শুক্কুর হাওলাদারের ছেলে এবং মিনহাজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসি গ্রামের তপন ভুইয়ার ছেলে।
আহত অপর যাত্রী রেজাউল মোল্লা (৪০) পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইছাদি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এয়ারপোর্ট থানার এসআই শহিদুল ইসলাম জানান, কবির তার মোটরসাইকেলে দুই যাত্রী নিয়ে যাচ্ছিলেন। গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী শেফালি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কবির ও মিনহাজকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর শেফালি পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এমএস