মাগুরা: জেলার সদর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে পুকুরপাড়ে ছাগল বেঁধে রাখাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গোপালগ্রাম চরপাড়া বাহারবাগ গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোপাল গ্রাম চরপাড়া বাহারবাগ গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে জামাল মোল্লা পরিবারের সাথে প্রতিবেশী রসূল মোল্লার ছেলে আশরাফ মোল্লার মধ্য পূর্বশত্রুতা রয়েছে,
এর জের ধরে আশরাফ মোল্লার পুকুরপাড়ে জামাল মোল্লার ছাগল বেঁধে রাখার বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র লাঠি ও দা, বটি দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পরিবার।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আইয়ুব আলী বলেন, বিকেলে বাহারবাগ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরএইচ