ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ককটেল-দেশি অস্ত্র-নগদ অর্থসহ দুই ভাই আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, সেপ্টেম্বর ১৯, ২০২৫
ককটেল-দেশি অস্ত্র-নগদ অর্থসহ দুই ভাই আটক

বরিশাল: বরিশালের মুলাদীতে যৌথ অভিযানে ককটেল, দেশীয় বিভিন্ন অস্ত্র ও নগদ অর্থসহ দুই ভাই আটক হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মুলাদী থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান চালায় বলে জানান ওসি সফিকুল ইসলাম।

 

অভিযানে আটকরা হলেন, মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও বশির হাওলাদার।

স্থানীয়রা জানান, মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাওলাদার বংশ ও সরদার বংশের মধ্যে বিরোধ রয়েছে।  

এর জেরে আব্দুর রব হাওলাদার ২০২৩ সালের ২ আগস্ট খুন হন। এ হত্যায় জড়িত সন্দেহে কামাল সরদার ও জামাল সরদারসহ ৭ জনকে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর অস্ত্র-গুলিসহ  পুলিশ গ্রেপ্তার করে।  

বর্তমানে তারা জামিনে বের রয়েছেন। দুই পক্ষ মীরগঞ্জ ফেরিঘাট এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আবারো মুখোমুখি অবস্থান নিয়েছে। যার কারণে একপক্ষ বাড়িতে অস্ত্র রেখেছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।  
 
মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও থানার পুলিশ সদস্যরা চর কমিশনার গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ঘরে অভিযান চালান।

ওই ঘর থেকে আটটি বল্লম ও লেজা, ১৩ ককটেল, দুটি দা, দুটি হাতুরি, দুইটি রড ও দুটি চাপাতিসহ বিভিন্ন অস্ত্র এবং নগদ পাঁচ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যে আইনে মামলা করা হবে বলে ওসি সফিকুল ইসলাম জানান।

এমএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।