ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে শিক্ষার্থীদের অবরোধ দুই ঘণ্টা পর প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, সেপ্টেম্বর ১৭, ২০২৫
গাজীপুরে শিক্ষার্থীদের অবরোধ দুই ঘণ্টা পর প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

গাজীপুর: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ দুই ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। পরে মহাসড়ক দুটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।  

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।  

ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের দাবি যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অযৌক্তিক দাবিতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।  

দুপুরে শিক্ষার্থীরা গাজীপুরের মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা চন্দনা চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়ক দুটিতে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীরা বিকেল সোয়া ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আলম খান জানান, শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।