ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

অপহরণ-ধর্ষণ মামলা: জামালপুরে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, সেপ্টেম্বর ১৭, ২০২৫
অপহরণ-ধর্ষণ মামলা: জামালপুরে যুবকের যাবজ্জীবন

জামালপুরে পৃথক দুটি ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে ১৪ বছর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন । একই সঙ্গে দুই মামলায় তাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে সুকৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রবিন। সেই মামলায় ছয়জনের সাক্ষ্য নেওয়া শেষে রবিনকে ১৪ বছরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

এদিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করে রবিন। সেই মামলায় সাতজনের সাক্ষ্য নেওয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।