হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানের সেগুন গাছ কেটে পাচারের তথ্য নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বন মন্ত্রণালয়।
সম্প্রতি বন অধিশাখা-১-এর উপসচিব তুষার কুমার পাল স্বাক্ষরিত চিঠিতে বন অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান বন সংরক্ষককে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গাছ কাটা নিয়ে তথ্য সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিকের সঙ্গে রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দাপ্তরিক পরিবেশ বিঘ্নিত হয়।
গাছ চুরির ঘটনায় সাতছড়ি-কালেঙ্গার কর্মকর্তাদের বদলির নির্দেশ
এ ছাড়া রেঞ্জ কর্মকর্তা নিয়মিত হোটেলে সাংবাদিকসহ অন্যদের খাবারের বিল পরিশোধ করেন, গত ৩১ আগস্ট সরেজমিন পরিদর্শনে তিনি এ কথা স্বীকার করেন। তার এ আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর পরিপন্থী।
উল্লিখিত অসদাচরণের কারণে মামুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এসআই