ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

রাজশাহীতে জুলাই আন্দোলনের ৯ মামলার চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, সেপ্টেম্বর ৩, ২০২৫
রাজশাহীতে জুলাই আন্দোলনের ৯ মামলার চার্জশিট

রাজশাহী মহানগরে জুলাই আন্দোলনে নিহত দুই শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। জুলাই আন্দোলন ঘিরে রাজশাহীতে হত্যা মামলায় চার্জশিট দেওয়ার ঘটনা এটাই প্রথম।

মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান চার্জশিটগুলো আদালতে জমা দেন।

চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ মোট ২৪৪ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার গাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার যে মামলাগুলো ছিল তার মধ্যে ৯টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগরে নিহত দুই শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ।

হত্যা মামলা দুটির একটি হলো বোয়ালিয়া থানার, মামলা নম্বর ১৫ (শহীদ আলী রায়হান হত্যা মামলা)। এই মামলায় ১২৭ জন আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। অপর মামলাটির নম্বর ৩৩ (শহীদ সাকিব আনজুম হত্যা মামলা)। এই মামলায় ১১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।

গাজিউর রহমান আরও বলেন, তদন্তে আমরা মিডিয়াসহ বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত ভিডিওগুলোর গুরুত্ব দিয়েছি। পাশাপাশি বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সাক্ষী ও আমাদের সোর্স দ্বারা অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

এজাহারভুক্ত আসামির বাইরেও অজ্ঞাতনামা অনেক আসামি ছিল। তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন সোর্স, সাক্ষী ও প্রযুক্তি ব্যবহার করে সেদিন ওই সময়ে যাদের ঘটনাস্থলে পাওয়া গেছে ও যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে শুধু তাদের চার্জশিটে নাম দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বোয়ালিয়া মডেল থানায় শহীদ আলী রায়হান হত্যা মামলায় এজাহারভুক্ত ৭ জন এবং তদন্তে প্রাপ্ত ৩২ জনসহ মোট ৩৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও শহীদ সাকিব আনজুম হত্যা মামলায় এজাহারভুক্ত ৫ জন এবং তদন্তে প্রাপ্ত ২৮ জনসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, আদালতে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এগুলো ধারা অনুযায়ী বিভিন্ন আদালতে যাবে। তবে পুলিশ যে অভিযোগপত্র দিচ্ছে বা যে বিশ্লেষণ দিচ্ছে, তাতে মনে হচ্ছে অভিযোগগুলো প্রমাণ করা যাবে।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।