ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গুলিতে নিহত বাংলাদেশির লাশ অবশেষে ফেরত দিল বিএসএফ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, সেপ্টেম্বর ২, ২০২৫
গুলিতে নিহত বাংলাদেশির লাশ অবশেষে ফেরত দিল বিএসএফ

সিলেট: মহিষ কিনতে ভারতে গিয়েছিলেন আব্দুর রহমান। চার সঙ্গী নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে মহিষ কেনেন।

ফেরার পথে সিলেট জেলার কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফ তাদের ওপর গুলি চালায়।  

এতে আহত হয়ে চারজন ফিরে আসেন সঙ্গীরা। কিন্তু ফেরেননি আব্দুর রহমান। তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকে সীমান্তের ওপারে ভারতের অংশে। ঘটনা জানাজানি হলে শুরু হয় স্বজনদের আর্তনাদ। পরে মেঘালয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নিহত আব্দুর রহমান কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে। তার মরদেহ ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে দফায় দফায় পতাকা বৈঠক আহ্বান করা হয়।  

শেষ পর্যন্ত ঘটনার চার দিন পর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতের প্রথম প্রহর ১টার দিকে ডোনা সীমান্তের ১ হাজার ৩৩৯ নম্বর মেইন পিলার সংলগ্ন জিরো লাইনে পতাকা বৈঠক শেষে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে লাশ ফেরতের অপেক্ষায় ছিলেন সোমবার সন্ধ্যা থেকে।  

পরে গভীর রাতে মেঘালয় পুলিশ বাক্সবন্দী মরদেহ নিয়ে সীমান্তে পৌঁছালে পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশ মরদেহ নেয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।