ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

পুকুরে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, অক্টোবর ১৮, ২০২৫
পুকুরে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু  প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বের জেরে আব্দুল খালেক (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।

শনিবার (১৮ অক্টোবর) পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার উচাই গ্রামের খালেকের ছেলে আনোয়ার হোসেনের পুকুরে নেমে তার বোন আঞ্জুয়ারা মাছ ধরেন। বিষয়টা জানতে পেরে আনোয়ার তার বোনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে এ নিয়ে ওইদিন রাত ১১টার দিকে আনোয়ার, তার বন্ধু প্রতিবেশী নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা আঞ্জুয়ারার বাড়ির উঠানে গিয়ে ঝগড়া করতে থাকেন। এ সময় আব্দুল খালেক এত রাতে ঝগড়া করতে তাদের নিষেধ করলে প্রতিবেশী নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা খালেককে ধাক্কা দেন। তাদের ধাক্কায় আব্দুল খালেক মাটিতে রাখা বাঁশের ওপর পড়ে যান এবং মাথায় আঘাত পেয়ে আহত হন।  

পরে তার অবস্থার অবনতি হলে রাতেই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।