ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নিজের জুস পান করেই জ্ঞান হারালেন অজ্ঞান পার্টির সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, আগস্ট ৩০, ২০২৫
নিজের জুস পান করেই জ্ঞান হারালেন অজ্ঞান পার্টির সদস্য অজ্ঞান পার্টির মূল হোতা ফুল মিয়া

ট্রেনে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়া অজ্ঞান পার্টির মূল হোতা ফুল মিয়া (৪৮) নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে।  

পরে তাকে আটক হয়েছে রেল পুলিশের হাতে সোপর্দ করা হয়।

তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।  

শনিবার ভোরে (৩০ আগস্ট) ভোরে খুলনা থেকে চিলাহাটি আসার পথে সৈয়দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

রেল পুলিশ জানায়, শনিবার ভোরে ওই ট্রেনে দুইজন যাত্রী মা-মেয়েকে জুস খাইয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালানোর সময় যাত্রীদের কাছে আটক হন ফুল মিয়া। এ সময় যাত্রীদের চাপের মুখে তার কাছে থাকা অবশিষ্ট জুস খাওয়ানো হয় তাকে। জুস পান করে নিজেই অজ্ঞান হয়ে পড়েন ফুল মিয়া।  

সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, অজ্ঞান ফুল মিয়াকে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তার। এ ঘটনায় তার বিরুদ্ধে জিআরপি থানায় মামলা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।