ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, আগস্ট ৩০, ২০২৫
টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর ভাঙচুর করা অফিস

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল শহরের থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে। এ সময় অফিসের সাইনবোর্ড, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

 

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, সকাল ১১টার দিকে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এসসয় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। একপর্যায়ে অফিসের ভেতরে ঢুকে সাইনবোর্ড, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।  

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বলেন, ভাঙচুরের সময় পুলিশ গিয়ে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।