বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মহাসড়কের পাশ থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের আগ মুহূর্তে উপজেলার পিলজংগ এলাকায় মহাসড়কের পাশে ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, মহাসড়কের পাশে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশটি বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা লাশটি সেখানে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এমআরএম