ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, আগস্ট ২৯, ২০২৫
হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফাইল ফটো

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে মোস্তাক হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) ওই উপজেলার গোপীনাথপুর গ্রামের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত মোস্তাক হোসেন একই গ্রামের সাগর হোসেনের ছেলে।

স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু মোস্তাক। এ সময় তার সঙ্গে সমবয়সী কয়েকজন প্রতিবেশী শিশু ছিল। অন্য শিশুরা খেলাধুলা করলেও মোস্তাককে তাদের সঙ্গে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে ডোবা থেকে শিশু মোস্তাককে উদ্ধার করে। পরে তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে প্রতিদিন শিশু মোস্তাকসহ আরও কয়েকজন শিশু হাঁসের সঙ্গে খেলা করত। হাঁস ধরার চেষ্টা করত শিশুরা। আজ সকালে একইভাবে খেলতে গিয়ে শিশু মোস্তাক ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।