ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

জাজিরায় হত্যা মামলার আসামির বস্তাবন্দি লাশ মিলল মাটির নিচে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, আগস্ট ২৯, ২০২৫
জাজিরায় হত্যা মামলার আসামির বস্তাবন্দি লাশ মিলল মাটির নিচে আলমাস সরদার

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দি লাশ পাওয়া গেছে মাটির নিচে।

শুক্রবার (২৯ আগস্ট) জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  লাশ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা লাশটি আলমাস সরদারের বলে শনাক্ত করেন। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

এর আগে বুধবার রাতে মসজিদে আজান দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে খবির সরদার নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে আলমাসের বিরুদ্ধে।  

নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।  

পরে নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাসকে প্রধান আসামি করে মোট ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করেন।  

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে  এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।