ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় স্বাধীনতার কাছাকাছি মনে করি: কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, আগস্ট ২৮, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় স্বাধীনতার কাছাকাছি মনে করি: কাদের সিদ্দিকী বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী

টাঙ্গাইল: চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনকে স্বাধীনতার কাছাকাছি মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।  

তিনি বলেছেন, ‘চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি বলে মনে করি।

সেই বিজয়ের সাফল্য কামনা করি। কিন্তু সেই বিজয়ী বীরদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এক বছরে এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে—সেটা আশা করিনি। ’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসা ‘সোনার বাংলা’য় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ঢাকায় ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে একটি অনুষ্ঠান থেকে ডিবি হেফাজতে নেওয়া নিজের বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীর বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, পাকিস্তান আমলে লতিফ সিদ্দিকী প্রায় ৪০ বার জেলে গিয়েছেন। বাংলাদেশের আমলেও কয়েকবার জেলে গিয়েছেন। ওনারা (পুলিশ-প্রশাসন) ভাবছেন, কথা বলছেন, ছেড়ে দিলে দেবেন, না হলে কোর্টে যাবেন। আমরাও কোর্টে যাব। দেখতে হবে আইনানুগভাবে চলছে কিনা।  

সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী স্বৈরাচারের চাইতে এই স্বৈরাচার তো অনেক বড় স্বৈরাচার। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না।

কাদের সিদ্দিকী আরও বলেন, ২৪-এ আমাদের অবদানও কম না। আমরা শেখ হাসিনার অবস্থা, কাজকর্মের যে সমালোচনা করেছি, সেটা বৈষম্যবিরোধী নেতারা করেননি। দেশে মব সৃষ্টি করা, দেশকে অরাজক করা, দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটানো—আমরা অন্তর্বর্তী সরকারকে বলব, আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দিন।

এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।