ঝিনাইদহ: ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার শাখায় চুরি সংঘটিত হয়েছে।
অজ্ঞাত চোরেরা ব্যাংকের ভল্ট ভেঙে নগদ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা অবস্থিত। বুধবার (২৭ আগস্ট) রাতে ভবনের পেছন পাশে মই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর।
ঝিনাইদহ ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন জানান, চোরেরা ভল্ট ভেঙে নগদ এক লাখ ২৫ হাজার সাতশ’ ৫৯ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শাখায় লেনদেন স্বাভাবিক হয়নি।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্য নিশ্চিত করে জানান, চুরি ঘটনায় জড়িতদেরকে সনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
এসএইচ